ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে দেবে গেছে আয়রন ব্রিজ:দুর্ভোগ 

আমতলীতে দেবে গেছে আয়রন ব্রিজ:দুর্ভোগ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনা জেলার আমতলী উপজেলার  চাওড়া নদীর উপরে  চাওড়া  ইউনিয়নের  ডাক্তার বাড়ী  ও গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী বাজার সংযোগ আয়রন  ব্রিজটি  দেবে গেছে। ব্রিজ পারাপারে দুভোর্গ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষের। ব্রিজটি পূর্ননির্মান  না করা হলে বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

গুলিশাখালী ইউনিয়নের মো. মনিরুল ইসলাম জানান, ‘সেতুর মধ্য খানে দেবে যাওয়ায়  এহন আর যানবাহন চলাচল করতে পারেনা।  তিনি আরো বলেন, আগে মোরা ধান, চাউল ডাইল ব্যাচার লইগ্যা গাড়িতে এবং টমটমে কইর‌্যা আমতলী আডে নিয়া যাইতাম। 

এহন এই সেতু  দেবে যাওয়ায় যাওয়ায় বহু কষ্ট কইর‌্যা মোগো ধান চাউল আডে নিতে অয়। এতে মোগো খরচ অনেক বাইর‌্যা গ্যাছে। সেতুটি ঝুঁকিপূর্ন থাকায় কোন যান বাহন না চলায় গর্ববতী মা কিংবা মুমুর্ষ বয়স্ক রোগীদের নিয়ে পড়তে হয় মহা বিপাকে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া দুরহ হয়ে পড়ে। এ অবস্থায় তাদের বাড়িতে বসেই মৃত্যুর প্রহর গুনতে হয়। নিরুপায় হয়ে তখন গ্রাম্য কবিরাজ কিংবা হাতুরে ডাক্তারে শরনাপন্ন হতে হয়। ২০০৫-২০০৬ সালে স্থানীয় সরকার বিভাগ ১ কোটি  ১০ লাখ টাকা ব্যায়ে চাওড়া নদীর উপর ব্রিজটি নির্মান করেন।  

গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী, আঙ্গুলকাটা লঞ্চঘাট, বাইনবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। খেকুয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ শতশত  মানুষের যোগাযোগ হুমকির মুখে পড়েছে। সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানা যায় এ ভোগান্তির কথা তারা জানায়  এই ব্রিজ পার হয়ে শতশত শিক্ষার্থী  লেখাপড়া  করেন এবং আমতলী উপজেলা সদর ও বাজারের উদ্দেশ্য কয়েক হাজার মানুষ এর যাতায়াত। এ সমস্যা প্রায়  দির্ঘদিনের। এই ব্রিজ টা খুবই ঝুকিপূর্ণ। এলাকা বাসীর দাবী ব্রিজ কে পূর্ণনির্মানের। 

গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি বলেন,  ব্রিজটি জরুরী ভাবে নির্মান করা প্রয়োজন জনগনের ভোগান্তির কোন শেষ নাই। আমি বার বার বিষয়টি   সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমতলী উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লাহ  আল মামুন মুঠোফোনে বলেন,  ওখানে গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তবনা  এলজিইডির উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন