ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news

তালতলীতে দুই টাকায় মিলছে ইফতার

তালতলীতে দুই টাকায় মিলছে ইফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেখানে আকাস চুম্বি সেখানে মাত্র দুই টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিক্রি করছে বরগুনার তালতলীর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এর ফলে নিন্ম আয়ের মানুষেরা স্বাচ্ছন্দ্যে নিতে পারছেন দামী ইফতারের স্বাদ। উপজেলার শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ প্রতিদিন কিনতে পারছেন দুই টাকায় ইফতার।

জানা যায়, তালতলীর বাঁধঘাট এলাকায় " রমজান মাসে রোজাদারের পাশে" স্লোগান নিয়ে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নেন মেসার্স হাওলাদার ট্রেডার্সের মালিক তারেকুজ্জামান তারেক। শহরের বাধঘাট এলাকায় অস্থায়ী দোকান বসিয়ে চলে তাদের এই ইফতার বিক্রির আয়োজন। ছোলা, মুড়ি, সবজি, চপ, বেগুনীসহ ৭ ধরনের ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে এখানে৷ মাত্র দুই টাকায় ৭ ধরনের ইফতার পেয়ে খুশি ক্রেতারা।

প্রতিদিন শতাধিক দিনমজুর, দরিদ্র জেলে, রিক্সাচালক, ভ্যানচালকসহ সুবিধাবঞ্চিতরা এখান থেকে ইফতার কেনেন। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শুরু হয় এই ইফতার বিক্রি। পহেলা রমজান থেকে হয়ে পুরো মাসজুড়ে চলবে এই আয়োজন। 

এখানে ইফতার কিনতে আসা কয়েকজন রিক্সা চালক ক্রেতা বলেন, আমরা গরীব মানুষ, ইচ্ছে থাকলেও বেশি দাম দিয়ে এসব খাবার কিনতে পারছিনা। বাচ্চারা অনেক সময় উন্নতমানের ইফতারীর জন্য বায়না করে। এখানে দুই টাকায় আমরা এসব ইফতার কিনে বাড়িতে নিয়ে পরিবারের সকলকে নিয়ে ইফতার করতে পারছি। আল্লাহর কাছে আয়োজক তারেকুজ্জামান তারেকের জন্য প্রানভরে দোয়া করি।

এদিকে ব্যক্তিউদ্যোগে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। এবিষয়ে সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার'র সাধারন সম্পাদক খান নাঈম  বলেন, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষদের মাত্র দুই টাকায় ইফতারী সরবারহ করচে হাওলাদার এন্টারপ্রাইজ, নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। পাশাপাশি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানো উচিৎ। এই প্রতিষ্ঠান সামনেও এমন কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে আমি আশা করি

দুই টাকায় ইফতারের আয়োজক ও মেসার্স হাওলাদার ট্রেডার্সের সত্বাধিকারী তারেকুজ্জামান তারেক বলেন, আমরা স্বচ্ছল যারা আছি তারা সবাই রোজায় হরেক রকমের খাবার দিয়ে ইফতার করছি। কিন্তু সুবিধাবঞ্চিত, দরিদ্রদের সামর্থ্য নেই এসবের। তাই সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে রমজান মাসে এই উদ্যোগ নিয়েছি। প্রতিদিন নিজ বাড়িতেই ইফতার তৈরি করা হয়। পরে দুই টাকার বিনিময়ে বিক্রি করা হয় এসব ইফতার। এই দুই টাকাও ব্যয় করা হবে অসহায় ও দুস্থদের মাঝে। প্রতিবছরই সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন