ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news

সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে। 

বৃহস্পতিবার ( ৭ এপ্রিল) বিকেলে র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৮ এর বিএন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মো. শহিদুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামী হলেন, বরগুনা পৌরসভার ১ নং ওয়ার্ড চরকলোনী এলাকার মোঃ সোনা মিয়ার ছেলে মো. রুবেল মিয়(২৫)। তাকে সকালে চরকলোনী এলাকা নিজ ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

 প্রেস বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে, গ্রেফতারকৃত  বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং-২৫৭/১৬ এর ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) ধারা ৭(ক) এর ০৬(ছয়) মাসের সশ্রম করা দন্ড এবং তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে কোর্টে হস্তান্তর করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন