ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে খেলার মাঠে মুজিব বর্ষের ঘর নির্মাণ!

আমতলীতে খেলার মাঠে মুজিব বর্ষের ঘর নির্মাণ!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরে খেলার মাঠ দখল করে মুজিব বর্ষের  সরকারি ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। 

খোঁজ নিয়ে জানা যায়, আঠারগাছিয়াা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম সোনাখালী গ্রামের সুলতানা বাওয়ালীর ছেলে হেলাল বাওয়ালীর নামে বরাদ্দকৃত মুজিব বর্ষের সরকারি ঘর একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী  গাজীপুর বন্দরের খেলার মাঠের জায়গা দখল করে নির্মানের কাজ  বুধবার সকাল থেকে শুরু করেন। 

মাঠ দখলের বিষয়ে গাজীপুর বাজারে অবস্থানরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বসবাসরত রিয়াজ মাস্টার, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগা মোল্লা­, শিক্ষার্থী ফাহাদ, মিঠু, আরিফ, তন্ময়, সিয়াম, খোকন, ইমন, ইমরান, রাতুল, তাওহীদ, সবুজ সহ এলাকার শতাধিক লোকজন বলেন, গাজীপুর বন্দরে বসবাসরত পরিবারের মানুষের বিনোদনের জন্য একমাত্র খেলার মাঠ হচ্ছে চার পাড়া মসজিদ সংলগ্ন এই মাঠ। এই মাঠ দখল করে বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করলে বন্দরের মানুষের খেলাধুলা করার মত আর কোন যায়গা থাকবে না। তাই সাধারণ মানুষের বিনোদনের একমাত্র মাঠটি দখল মুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। 

অভিযুক্ত হেলাল বাওয়ালী বলেন, সরকার ঘর দিয়েছে আমি উত্তোলন করতেছি। এবিষয়ে ইউপি সদস্য  ক্রীড়া সংগঠক  আঃ বাতেন দেওয়ান বলেন, জমি সরকারের ঘর ও  দিয়েছে সরকার  আমি একজন ইউপি সদস্য আমার কি আর করার আছে।  আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন শিক্ষার্থীদের ও স্থাণীয় বসবাসরতদের অভিযোগের ভিত্তিত্বে ঘর নির্মানের কাজ বন্দ করে দেওয়া হয়েছে । ওখানে ঘর নির্মান করা হবেনা। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন