নলছিটিতে প্রবাসীর টাকা আত্মসাতের চেষ্টা


ঝালকাঠি জেলার নলছিটিতে প্রবাসী মোঃ রেজাউল খলিফার ১ লক্ষ ৪০ হাজার টাকা আত্মসাতের চেষ্টা চালাচ্ছে স্থানীয় বখাটে সোহেল ও একটি কুচক্র মহল। গত ৩ই এপ্রিল এ বিষয়ে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
প্রবাসী রেজাউল খলিফা ওই থানার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানায়, পার্শ্ববর্তী এলাকা ১নং ওয়ার্ড নলবুনিয়া গ্রামের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের ছেলে সোহেল এক বছরের কথা বলে এক লক্ষ টাকা ধার নেয়। রেজাউল এবং সোহেলের মধ্যে সুসম্পর্ক থাকায় ব্যবসায়িক প্রয়োজনে প্রতিমাসে ৫ হাজার টাকা লাভ দেয়ার কথা বলে ৩ ফেব্রুয়ারি ২০২০ সালে এই এক লক্ষ টাকা ধার নেয় সোহেল। ৫/৬ মাস লভ্যাংশের ৫ হাজার টাকা করে দিলেও পরবর্তীতে এলাকার একটি কুচক্র মহল মিলে টাকা দেয়া বন্ধ করে দেয় এবং রেজাউল প্রবাসে চলে যাওয়ায় সম্পূর্ণ টাকা আত্মসাতের চেষ্টা চালায় সোহেল ও তার সন্ত্রাসী বাহিনীরা। রেজাউলের বৃদ্ধ পিতা সোহেল এর কাছে পাওনা টাকা চাইতে গেলে আজ না কাল বলে ঘুরাইতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এলাকার হেমায়েত খলিফা বলেন, আমি প্রায় ৬/৭ মাস পূর্বে বিষয়টি অবগত হলে আমার সামনে সম্পূর্ণ টাকা ১০ মার্চ ২২ তারিখ দেয়ার কথা বললেও সেটি এখনো দেয়নি।
জানা যায়, এলাকার ভিতরে একাধিক নিরীহ মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে হয়রানি করাই সোহেলের অন্যতম কাজ। পাওনা টাকা চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ হুমকি ও মামলার ভয় দেখায়। এ টাকা ফেরত না দিয়ে সময় কালক্ষেপণ করতে থাকে। এলাকার একটি কুচক্র মহল নিয়ে এই টাকা আত্মসাতের পায়তারা চালাচ্ছে সোহেল।
ভূক্তভোগীর পরিবার জানায়, পাওয়ানা টাকা চাইতে গেলে নানান টালবাহানা করে ও তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যা সহ লাশ গুম করার হুমকি দিয়ে আসছে। সোহেল এর কাছে পাওনা ১ লক্ষ ও ৮ মাসের ৫ হাজার করে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা পাই। এই টাকার বিষয়টি ব্যাপারে এলাকার সকলে অবগত রয়েছে। এ সন্ত্রাসীর কারনে প্রতিনিয়ত জীবনে যুকির মধ্যে দিন কাটাচ্ছি। যে কোন সময় এ সন্ত্রাসী হামলা চালাতে পারে আমার পরিবারের উপর। প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচারের মাধ্যমে সম্পুন্ন টাকা ফেরত পেতে পারি এর জোর দাবি জানাচ্ছি।
তবে টাকা আত্মসাতের বিষয়টি জানতে সোহেলের মোবাইল ০১৮৯২..........৮৩১ নাম্বারে কল দিলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে নলছিটি থানার ডিউটিরত অফিসার (এস.আই) মো: তানজিল হোসেন জানান, সোহেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পেয়েছি । বিষয়টি তদান্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমইউআর
