আমতলীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন


আমতলীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। গুরুতর আহত আহতাবস্থায় ঐ গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারের দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
তালতলী উপজেলার করই বাড়িয়া ইউনিয়নের করই বাড়িয়া গ্রামের সোবাহান খলিফার মেয়ে মোসাঃ হাফিজা (২০) এর সাথে গত দুই বছর আগে পার্শ্ববর্তী আমতলী উপজেলার আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত্যু জামাল হাওলাদারের ছেলে রেজাউল (২৫) এর সঙ্গে বিয়ে হয় তার।
কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবি করে আসছিলেন শ্বশুরবাড়ির লোকজন। যৌতুকের জন্য প্রায়ই চালাত শারীরিক ও মানসিক নির্যাতন। মঙ্গলবার সকাল নয়টার দিকে স্বামী ও শাশুড়ি মিলে হাফিজাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।
এ ব্যাপারে জানার জন্য হাফিজার স্বামী রেজাউল মুঠোফোনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান হাফিজার শরীরের বিভিন্ন স্থানে, শারীরিক নির্যাতনের শিকার চিন্থ রয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন এখোনো কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর
