আমতলীতে পাখিদের মিলন মেলা


আমতলী থানার বাউন্ডারী সলগ্ন দক্ষিন পাশে একটি বল গাছ পাখির মিলন মেলায় পরিণত হয়েছে। বল গাছের ফুলের সুমধুর ঘ্রানে আগত পাখির কলতানে মুখরিত হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। নয়নাভিরাম এই সৌন্দর্য উপভোগ করছেন অসংখ্য পাখি প্রেমী ও বিনোদন প্রিয় মানুষ। এখানে প্রতিদিন বিকালে বিভিন্ন এলাকা থেকে পাখির আগমন ঘটে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পাখির সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। সারারাত পাখির কলতানে মুখরিত থাকে এলাকাটি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেশিরভাগ পাখিই আবারো উড়ে চলে যায়।
আমতলী থানা এলাকার বাসিন্ধা নির্মল চন্দ্র বলেন, বিভিন্ন প্রজাতির পাখির কলতানে মুখরিত থাকে এলাকাটি। এ যেনো পাখিদেরর অন্য এক জগৎ। এখানে চোখে পড়ে বক, শালিক, টিয়া, দোয়েল, ঘুঘু, কোকিল, টুনটুনি, চড়ুইসহ বিভিন্ন প্রজাতির নাম না জানা অনেক পাখি।
আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি মো. কবির দেওয়ান বলেন, এখানে পাখি থাকার প্রধান কারণ পাখিরা নিরাপদে অবস্থান করতে পারে এবং কেউ শিকার করতে পারে না। তাই প্রতিবছরই পাখির সংখ্যা বাড়ছে।
এইচকেআর
