ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news

পাথরঘাটায় পারিবারিক কলহে বিষপানে যুবকের আত্মহনন 

পাথরঘাটায় পারিবারিক কলহে বিষপানে যুবকের আত্মহনন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটায় মো: লাল মিয়া (৪৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার গভীর রাতে বাড়ির পাশের বিলের মাঝে তিনি বিষপান করেন। পারিবারিক কলহের জেরে তার এ আত্মহনন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সকাল ৯টার দিকে পাথরঘাটা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে।

এর আগে ভোর রাত অনুমানিক ৩টার দিকে কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার বিলের মাঝে নির্জন স্থানে গিয়ে তিনি বিষপান করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মৃত লাল মিয়া কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার মৃত ইসমাইল ঘরামির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাল মিয়া পারিবারিক কলহের জের ধরে বাড়ির পাশের বিলের মধ্যে গিয়ে রাত আনুমানিক ৩টার দিকে বিষপান করেন। এর কিছুক্ষণ পরে স্থানীয় কামাল মিয়া নদিতে পোনা মাছ ধরার জাল উঠানোর জন্য যাওয়ার সময় লাল মিয়াকে পরে থাকতে দেখেন। পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে ট্রলারযোগে লাশ বরগুনা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়ার পথে বিষখালী নদীর থাকাকালেই তার মৃত্যু হয়।


 পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরহাল শেষে বরগুনায় মর্গে পাঠানো হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন