তালতলী থানার ওসি তদন্ত কারাগারে


স্ত্রীর করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে বরগুনার তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে। রোববার (৩ এপ্রিল) বিকেলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আজম।
অভিযুক্ত পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার প্রতাপপুর গ্রামে। তিনি বরগুনার তালতলী থানায় পরিদর্শক (তদন্ত) পদে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে তানিয়া আফরিনকে বিয়ে করেন রফিকুল ইসলাম। বিয়ের আগে ও পরে রফিকুল তানিয়ার কাছ থেকে যৌতুক হিসেবে ১৮ লাখ টাকা নেন। এরপর ২০২০ সালের দিকে আবার ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন রফিকুল৷ কিন্তু স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে বাসা থেকে তাড়িয়ে দেন রফিকুল।
পরে গত বছরের শুরুর দিকে যৌতুকের বিষয়টি নিয়ে আবারও স্ত্রী তানিয়াকে মারধর করেন রফিকুল। এ ঘটনায় গত বছরের ১০ জানুয়ারি স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন তানিয়া।
এরপর রোববার (৩ এপ্রিল) আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন রফিকুল ইসলাম। কিন্তু তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু জানান, গত বছর ১০ জানুয়ারি তানিয়া তার স্বামী, শাশুড়ি, দেবর ও দেবরের স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন। বিচারক অভিযোগটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদালত রফিকুলের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি রফিকুল ইসলাম বরগুনার তালতলী থানার পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
এসএমএইচ
