ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে হেরে গেলেন রুবেল হোসেন (৩৮)। শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন সে। হাসপাতালে চিকিৎসা অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন। 

শনিবার দুপুরে তাঁর মৃতদেহ নলছিটির সূর্য্যপাশা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।  

নিহতের বাবা মুনসুর আলী জানান, রুবেল হোসেন গত ২৫ মার্চ শুক্রবার সকাল সারে ১০টার দিকে নলছিটি-বারইকরণ সড়কে নীলারভিটা এলাকায় ডায়সু গাড়ি চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়। আহত রুবেলকে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে দীর্ঘ সময় ফেলে রাখা হয় তাকে। ভর্তি হওয়ার পর থেকেই অপারেশন করানোর জন্য চিকিৎসকদের  পেছনে ছুটতে থাকেন পরিবারের লোকজন। দীর্ঘ ৭ দিন পর গত ৩১ মার্চ রাতে রুবেলের অস্ত্রোপচার করা হয়। এরপরই রুবেল নিস্তেজ হয়ে পড়ে। তাঁর অবস্থা খারাপ হতে থাকলেও কোন বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর  ছেলেকে দেখতে আসেনি। শনিবার সকালে রুবেল মারা যায়। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা রুবেলের চিকিৎসায় গুরুত্ব দেয়নি বলেও অভিযোগ করেন নিহতের বাবা। রুবেলের এক বছর বয়সী এক ছেলে ও স্ত্রী রয়েছে। রুবেলের স্ত্রীর কান্না দেখে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেনি। স্বজনদের আহাজারীতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া  নেমে আসে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন