ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

পাথরঘাটায় নবজাতকের মরদেহ উদ্ধার

পাথরঘাটায় নবজাতকের মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদের বিহঙ্গ দ্বীপ সংলগ্ন দুহিতা এলাকার নদীর তীর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। 

রোববার (৩ এপ্রিল) সকালে বলেশ্বর নদের পাড়ে নবজাতকের মরদেহ দেখতে পায় এবং এলাকায় লোকমুখে জানাজানি হলে উৎসুক জনতার দেখার জন্য ভিড় করে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে জেলেরা মাছ ধরার জন্য বলেশ্বর নদের দিকে যাওয়ার সময় শিশুর মতো কিছু একটা ভাসতে  দেখা যায়, কিছুক্ষণ পর নদে ভাটা লাগার কারনে তীরে আটকে গেলে কাছাকাছি গিয়ে একটি মেয়ে নবজাতকের মরদেহ বলে নিশ্চিত হয় জেলেরা। 

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল বাশার বলেন, এমন খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কাছাকাছি অথবা দুর থেকে ট্রলারে করে নিয়ে এসে এখানে কেউ ফেলে রেখে যায়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন