কাঠালিয়ার তাফসীরুল কুরআন মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্ঠিত


ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে ১দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুক্রবার রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। তাফসীরুল কুরআন মাহফিলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মোল্লার সভাপতিত্বে কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির প্রধান অতিথি ছিলেন।
গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরে কুরআন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ ক্বারী আব্দুর রহীম আল-মাদানী।
বিশেষ বক্তা ছিলেন, আমুয়া উত্তরপাড় জামে মসজিদের খতিব, হযরত মাওলানা মো. জাকির হোসেন জাফরী ও হাফেজ মো. নুরুল আমিনসহ আরো অনেকে। তাফসীরুল কুরআন মাহফিলে ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মো. মিঠু সিকদার, ও মো. রফিকুল ইসলাম কামরুল, মো. মোস্তাফিজুর রহমান মুকুলসহ হাজার হাজার নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
এইচকেআর
