ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news

রাস্তা পাকাকরণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

 রাস্তা পাকাকরণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের এক কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (০১ এপ্রিল) সকালে নবগ্রাম ইউনিয়নের খলিফাবাড়ির মোড় থেকে হাসেম চৌকিদারের বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে ওই সড়কে মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী এলাকাবাসী।


 
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- স্থানীয় মাইনুল খলিফা, মোফাজ্জেল হওলাদার, নয়ন হাওলাদারসহ অনেকে।  

বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের যাতায়াত। চলছে ছোট ছোট যানবাহনও। কিন্তু বর্ষায় চরম ভোগান্তিতে পড়তে হয় সবাইকে। জল-কাদায় ঘটে দুর্ঘটনাও। তাই আসন্ন বর্ষার মৌসুমের আগেই সড়কটি পাকাকরণের জন্য দাবি জানানো হয় এ কর্মসূচি থেকে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন