বরগুনায় কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ


বরগুনায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ৫ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২ পর্যন্ত জেলা প্রশাসক চত্বর বটতলায় সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
সমন্বয় পরিষদের জেলা সভাপতি জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সানজিদা ফৈরদৌস জনি, ডাক বিভাগের জাকির হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের শহীদুল ইসলাম, টিএন্ডটি বিভাগের আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মচারীরা।
সমাবেশে বক্তারা অবিলম্বে নবম বেতন কমিশন গঠনের দাবি জানিয়ে বলেন, আমাদের বেতন বৈষম্য দূর করতে হবে, দ্রব্যমূল্যের কারণে ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করা, মানসম্মত রেশন, ২০ শতাংশ ইনক্রিমেন্টসহ তাদের দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এইচকেআর
