ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে তরমুজ ক্ষেতে ব্যাকটেরিয়া রোগের সংক্রমণে অসহায় চাষীরা

 আমতলীতে তরমুজ ক্ষেতে ব্যাকটেরিয়া রোগের সংক্রমণে অসহায় চাষীরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার  আমতলীতে তরমুজ ক্ষেতে ব্যাকটেরিয়া রোগের সংক্রমণ দেখা দিয়েছে। গত ১ সপ্তাহ ধরে এ রোগের কারণে তরমুজ গাছের কান্ড  শুকিয়ে যাচ্ছে, গাছ ঢলে পড়ছে। মাস-খানেক পরেই তরমুজ বাজারজাত করার পরিকল্পনা ছিল কৃষকদের। কিন্তু এ অবস্থায় ব্যকটেরিয়া  রোগের কারণে দিশেহারা হয়ে পড়েছেন তারা। উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এ বছর ২শ একর জমিতে তরমুজ চাষ হয়েছে সব ক্ষেতেরই একই অবস্থা ।  

তরমুজ চাষী কৃষক মিঠু বলেন, গাছ গুলো প্রথম দিকে ভালোই ছিল হঠাৎ করে গাছের ডগা গুলো চোচরা দিয়ে নষ্ট হয়ে গেছে এছাড়াও কিছু গাছের আগা পুরে যাচ্ছে। কৃষক আল আমিন ডাকুয়া বলেন ,তরমুজসহ গাছ শুকিয়ে যাচ্ছে। জাকির  জানান, ব্যাকটেরিয়া  সংক্রমণের ফলে তরমুজ গাছের পাতা হলুদ ও সবুজের মিশ্র রঙ ধারণ করে গাছ মরে যেতে শুরু করেছে। 

আরেক তরমুজচাষি  মামুন মিয়া  বলেন, তার ক্ষেতেও ব্যাকটেরিয়া  দেখা দিয়েছে ৩ একরেরর তরমুজ ক্ষেতে প্রায় শেষ। কৃষি অফিসের পরামর্শ নিয়েও কাজ হচ্ছে না। ফল বড় হওয়ার আগেই ক্ষতির মুখে পড়তে হবে তরমুজচাষিদের। খোঁজ নিয়ে জানা গেছে ,  মহিষডাঙ্গার  বিলে ২০০  একর জমিতে দেড় শতাধিক  কৃষক তরমুজ চাষ করছেন।  তাদের প্রতেকের ক্ষেতের গাছগুলো মরে  যাচ্ছে। তরমুজ চাষিরা অসহায় হয়ে পড়ছে। 

 এ প্রসঙ্গে আমতলী উপজেলা  কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিএম রেজাউল করিম  জানান,  একই জমিতে  একাধিকবার তরমুজ চাষ করায়  ব্যাকটেরিয়ায়  উইলথ রোগে আক্রান্ত  হচ্ছে। কৃষকদের ছত্রাকনাশক   মাটি শোধনের  ওষুধ প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন