আমতলীতে বেকারীকে ৭৭ হাজার টাকা জরিমানা


বরগুনার আমতলী পৌরসভার ০৩ টি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনের জন্য ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় তিন বেকারী কারখানাকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. নাজমুল ইসলাম এ জরিমানা করেন।
আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল ইসলাম বলেন, ৩টি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন ওবিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা অনুযায়ী তিন বেকারী কারখানাকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এইচকেআর
