ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

ভাইদের লাঞ্ছনা সইতে না পেরে ‍আত্মহননের চেষ্টা

ভাইদের লাঞ্ছনা সইতে না পেরে ‍আত্মহননের চেষ্টা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই মোঃ জসিম প্যাদাকে (৪৫) পিটিয়ে আহত করেছে বড় ভাই মোঃ নাসির উদ্দিন প্যাদা ও নওয়াব আলী প্যাদা। এতে আহত ছোট ভাই জসিম উদ্দিন প্যাদা রাগে অভিমানে কীটনাশক (বিষ) পান করে ‍আত্মহননের চেষ্টা করে।
    
আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, পারিবারিকভাবে জমিজমা নিয়ে আহত জসিম উদ্দিন প্যাদার সাথে তার অপর বড় দুই ভাই নাসির উদ্দিন প্যাদা ও নওয়াব আলী প্যাদার বিরোধ চলে আসছে। ওই বিরোধে আজ দুপুরে জসিম প্যাদার বড় দুই ভাই তাকে পিটিয়ে আহত করে।

এ জন্য অভিমান করে জসিম প্যাদা কীটনাশক (বিষ) পান করে ‍আত্মহননের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আহত জসিম উদ্দিন প্যাদার ছেলে নাঈম জানান, আমার চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও আমার চাচারা কয়েকবার আমার বাবাকে মারধর করে। আজ দুপুরে বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষ চাচারা মাপ ঝোঁক শুরু করেন।

একপর্যায়ে তাদের সাথে কথা কাটাকাটি সময়ে দুই চাচা নাসির উদ্দিন প্যাদা ও নওয়াব আলী প্যাদা লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে আমার বাবাকে জখম করে। অপমান সইতে না পেরে আমার বাবা বিষ পান করে ‍আত্মহননের চেষ্টা করে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মার্জিয়া তাজিন বলেন, ভিকটিমের পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কীটনাশক ওয়াশ করে ফেলে দেওয়া হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। 

এ বিষয়ে জানতে বড় ভাই অভিযুক্ত মোঃ নাসির প্যাদার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিফ করেননি। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন