ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

জ্বালানি কাজে গোবর ব্যবহার উর্বরতা হারাচ্ছে কৃষি জমি

জ্বালানি কাজে গোবর ব্যবহার উর্বরতা হারাচ্ছে কৃষি জমি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী ও তালতলী উপজেলার দুটির সর্বত্র উৎকৃষ্ট মানের জৈব সার গোবর জ্বালানী কাজে ব্যবহার করায় উপজেলার কৃষকরা পুরোপুরি রাসায়নিক সারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে কৃষি জমির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়ে ধীরে ধীরে মাটির উর্বরতা শক্তি হারাচ্ছে।

 এই গবাদি পশুর গোবরের কম্পোস্ট সার কৃষি জমির জন্য খুবই উৎকৃষ্ট হওয়ায় এই সার জমিতে প্রয়োগ করে খুব ভাল ফলন পাওয়া যায়। কিন্তু গবাদি পশুর গোবরের উপকারিতা সর্ম্পকে অধিকাংশ মানুষের ধারনা না থাকায় তারা ঐ গবাদি পশুর গোবর রোদে শুকিয়ে জ্বালানী হিসাবে ব্যবহার করে থাকে।

আবার কেউ কেউ পাটখড়ি কেটে গোবর ও তুষ একএে মিশিয়ে পাটখড়ির সাথে এঁটে লাগিয়ে দিয়ে রোদে শুকিয়ে জ্বালানী হিসাবে ব্যবহার করে। তাছাড়া অনেকে বর্ষা মৌসুমে এই গোবর যেখানে সেখানে ফেলে রাখে। আবার অনেক দুস্থ মহিলারা বিভিন্ন জায়গা থেকে গোবর কুড়িয়ে বা রাস্তায় রোদে শুকিয়ে জ্বালানী হিসাবে ব্যবহার করে এতে করে বিভিন্ন ভাবে জৈব্য সার গোবর প্রতিদিন নষ্ট হচ্ছে। তাই এলাকার কৃষকরা চাষাবাদের জন্য পুরোদমে রাসায়নিক সারের উপর নির্ভরশিল হয়ে পড়েছে।

অপরদিকে অতিরিক্ত মাএায় রাসায়নিক সার ব্যবহারের ফলে কৃষি জমির স্বভাবিক গুণগত মান নষ্ট হয়ে ধীরে ধীরে মাটির উর্বরতা শক্তি হারাচ্ছে।

আমতলী  উপজেলার কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন আমাদের কৃষি জমির মাটির উর্বরতার জন্য ৫% জৈব্য পদার্থ থাকা প্রয়োজন। কিন্তু বর্তমান এলাকার কৃষি জমির মাটি পরীক্ষা করে ১% জৈব্য পদার্থ পাওয়া যায়নি তাই কৃষি জমির প্রত্যেকটি ফসলের উপর এই জৈব্য পদর্থের  প্রভাব পড়ছে। আর এই জৈব্য পদার্থর পরিমান না বাড়লে আগামীতে এই এলাকায় ফসল উৎপাদন রাস পাবে। তাই কৃষি জমিতে জৈব্য পদার্থ বাড়ানোর জন্য আমাদের কৃষি বিভাগ থেকে বিভিন্ন প্রশিক্ষণ, মাঠ দিবস ও কৃষকদের নিয়ে সমাবেশের মাধ্যমে কৃষি জমিতে গোবর সার প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করা হয়ে থাকে। তার পরও উৎকৃষ্ট মানের জৈব সার বিভিন্ন ভাবে অপচয় হচ্ছে। তিনি এলাকার কৃষকদের গোবর জ্বালানী হিসাবে ব্যবহার না করে কৃষি জমিতে প্রদানের পরামর্শ দেন। তিনি আরও বলেন জৈব সারের ব্যবহার কৃষি জমিতে যতো বৃদ্ধি পাবে তোতই জমিতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানান।
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন