আমতলীতে ইউনিক স্পেশালাইজড হসপিটাল উদ্বোধন


বরগুনার আমতলীতে আধুনিক মানসম্মত ও স্বল্প খরচে সুচিকিৎসার ব্রত নিয়ে একে স্কুল চৌরাস্তা সলগ্ন বেসরকারী ইউনিক স্পেশালাইজড হসপিটালের ক্লিনিক্যাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রকিবুল চৌধুরী রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান।
উদ্বোধক ছিলেন, আমতলী পৌর আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবিন আইনজীবি অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, আমতলী উপজেলা ৫০ শয্যা হাসপাতালের প্রশাসক ডা: মোনয়েম সাদ,আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, সাবেক ছাত্র নেতা ডা: গাজী মো. রফিকুল ইসলাম প্রমূখ।
ইউনিক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রকিবুল চৌধুরী রাজু জানান, প্রত্যেক বিষয় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আধুনিক মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা হবে। গরীব অসহায় দুস্থ মানুষদের সঠিক ও উন্নত সেবার ব্রত নিয়ে ইউনিক ইউনিক স্পেশালাইজড হসপিটালের যাত্রা শুরু করেছি।
এইচকেআর
