ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে ভেজাল ও নিম্নমানের আয়ুর্বেদী ওষুধের ছড়াছড়ি

আমতলীতে ভেজাল ও নিম্নমানের আয়ুর্বেদী ওষুধের ছড়াছড়ি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আয়ুর্বেদী ও হার্বাল কোম্পানির ভেজাল আর নিম্নমানের ওষুধে বরগুনার আমতলীর হাট বাজার সয়লাব হয়ে গেছে। 

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট আমতলী শাখার সভাপতি মো.দেলোয়ার হোসেন বলেন, ভেজাল বা নিম্নমানের ওষুধ বাজারে বিক্রি হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। 

তিনি অভিযোগ করে বলেন, একশ্রেণির গ্রাম্য ও শহরের কতিপয় আয়ুর্বেদী চিকিৎসক অসুদপায় অবলম্বন করে অনৈতিক কারবারে জড়িত বলে আমাদের কাছে তথ্য আছে। বেশি লাভের আশায় মিডফোর্ড থেকে আসা এসব ওষুধ কোনো কোনো ফার্মেসিও বিক্রি করতে বাধ্য হয় এজন্য যে, প্রেসক্রিপশনে ভালোমানের ওষুধের পাশাপাশি ঐসব নিম্নমানের ওষুধও গ্রাম্য বা আয়ুর্বেদী চিকিৎসকেরা লিখে থাকেন। আবার এক দোকানে সব ওষুধ না থাকলে ক্রেতা অন্য ওষুধ কিনতে চান না। 

এসব অপতৎপরতা বন্ধে সিভিল সার্জনসহ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সবধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। একই সঙ্গে যেসব কারখানায় এসব উৎপাদন হয়, তা চিহ্নিত করে স্থায়ীভাবে সিলগালা করার দাবি এই ওষুধ ব্যবসায়ী নেতার।

আমতলী উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা: মোনায়েম সাদ বলেন, ভেজাল, নকল ওষুধের ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে। এজন্য ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। শীঘ্রই অ্যাকশনে যাব।
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন