ঝালকাঠিতে শিক্ষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


ঝালকাঠির কাঁঠালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজন ঘরামীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক সমিতি।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি কাঁঠালিয়া উপজেলা শাখা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু ও প্রাথমিক শিক্ষক সমিতির কোষাধক্ষ্য প্রধান শিক্ষক বাবুল মিয়া। বক্তরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, জমি নিয়ে বিরোধের জেরে গত ৭ মার্চ স্কুল শিক্ষক সুজন ঘরামিকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। মানববন্ধনে নিহত সুজন ঘরামীর স্বজন, শিক্ষক, কর্মচারী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
নিহতের পরিবার জানায়, প্রতিবেশী জাকির মৃধা, আলমগীর মৃধা ও শাহ আলম মৃধার সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল সুজন ঘরামির পরিবারের। এরই জেরে ৭ মার্চ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষরা সুজনের বাবা মালেক ঘরামি ও ভাই শাহিন ঘরামিকে পিটিয়ে আহত করে। বাবা ও ভাইকে মারধরের খবর পেয়ে স্কুল থেকে সুজন ঘরামি ঘটনাস্থলে যাওয়ার পথে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এমইউআর
