ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী বিএনপির ৪ কমিটি স্থগিত গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণার আশা মামুনুল হকের প্রেমে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৪, একজন আটক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের সোনার ভরি ২৩৪৬৮০ টাকা, ভাঙলো অতীতের সকল রেকর্ড  ৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে, এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তান নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা
  • আমার ইমোশনটাই কেউ বুঝল না: পরীমনি

    আমার ইমোশনটাই কেউ বুঝল না: পরীমনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডে কান পাতলেই শোনা যায় পরীমনির হাতখোলা স্বভাবের কথা। যে যখন তার দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন, পরীমনি তাদের কাউকেই নিরাশ করেননি। দরিদ্র শিল্পীদের জন্য ঈদুল আজহায় এফডিসিতে কোরবানি চালু করে বিষয়টিকে রেওয়াজে পরিণত করেছেন এই ঢালিউড অভিনেত্রী। 

    এই নায়িকা এবার দুই মাস বয়সী শিশু সহশিল্পীকে নিজের একটি নাকফুল উপহার দিয়েছেন। যা কিনা তিনি বিয়ের সময় উপহার পেয়েছিলেন স্বামী শরীফুল রাজের কাছ থেকে।
     
    অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমার শুটিংয়ে শুক্রবার (১১ মার্চ) এই অনন্য নজির স্থাপন করেন পরীমনি। সিনেমায় ওই শিশু পরীমনির ছেলের চরিত্রে অভিনয় করেছে। শুটিংয়ে শিশুটির মায়ায় জড়িয়ে পড়া পরী বিয়ের সময় রাজের কাছ থেকে পাওয়া ওই নাকফুলটি উপহার হিসেবে তার মায়ের কাছে দিয়ে আসেন।  

    পরে সিনেমার নির্মাতা অরণ্য আনোয়ার ফেসবুকে পোস্ট করে ঘটনাটি শেয়ার করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হচ্ছে। পরী ওই শিশুকে নাকফুল উপহার দিলেও কেউ লিখছেন তিনি নিজের এনগেজমেন্টের আংটি উপহার দিয়েছেন। কেউ বা লিখছেন অন্য কিছু।

    তবে পরীমনি বলছেন, সোনার আংটি কিংবা নাকফুল এখানে মুখ্য নয়। এখানে মূল বিষয় হলো ভালোবাসা, মাতৃত্ব, মমতা। সিনেমার চরিত্রে হলেও তিনি ওই শিশুর মায়ায় জড়িয়ে যান। শিশুটি যাতে বড় হয়ে কখনো এই মায়ের কথা স্মরণ করতে পারে সে জন্যই তাকে এই উপহারটি দেন।

    পরীমনি বলেন, ওটা আংটি নয়, ওটা ছিল নাকফুল। যেটা পরে আমি ‘মা’ সিনেমার শুটিং করেছি।

    ঘটনার বর্ণনা দিয়ে পরীমনি বলেন, আমার বিয়ের সময় রাজ আমাকে দুইটা সোনার নাকফুল দিয়েছিল। একটা আমি বিয়েতে পরেছি। আরেকটা দেখলাম এই সিনেমার (মা) চরিত্রের সঙ্গে যাচ্ছে। তাই ওটা শুটিংয়ে পরলাম। বড় হয়ে বাচ্চাটি যাতে স্মরণ করতে পারে তাই তার মায়ের কাছে আমার করা মা চরিত্রের একটা সুন্দর স্মৃতি রেখে আসলাম। তার মা বলেছে ছেলেটা বড় হলে তার বিয়ের সময় এটা ছেলের বউকে দেবে। ভাবুন, এত বছর এই স্মৃতিটা কত যত্নে থাকবে।

    এই নায়িকা আরো যোগ করেন, আমার এই ইমোশনটাই কেউ বুঝল না। শুধু সোনার রিং, সোনার আংটি নিয়ে লাফাচ্ছে। আসলে সোনার রিং, কিংবা সোনার আংটি বলে কথা নয়। মায়ের নাফকুল, এটা তো বড় ধরনের একটা ইমোশন বাঙালিদের জন্য। আমার মনে হলো, আমি যেহেতু তার মায়ের চরিত্র অভিনয় করেছি আমার একটা চিহ্ন তার মায়ের কাছে থাকুক। তাই ওই মায়ের কাছে নাকফুলটা খুলে দিয়ে এসেছি।

    উল্লেখ্য, শুক্রবার ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি ও রাজ অভিনীত সিনেমা ‘গুনিন’। আগের সপ্তাহে মুক্তি পায় নায়িকার আরেক সিনেমা ‘মুখোশ’। আজ বিকেলে ও সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে দুটি সিনেমাই দেখবেন বলে জানিয়েছেন পরীমনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ