ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণার আশা মামুনুল হকের প্রেমে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৪, একজন আটক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের সোনার ভরি ২৩৪৬৮০ টাকা, ভাঙলো অতীতের সকল রেকর্ড  ৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে, এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তান নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা আগৈলঝাড়ায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে মারবেল মেলা
  • কমেডিয়ান হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

    কমেডিয়ান হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     ৪৮ বছর বয়সী স্ট্য়ান্ড-আপ কমেডিয়ান ভগমন্ত মান তৈরি করলেন নতুন ইতিহাস। ভারতের পাঞ্জাবের মসনদে বসতে চলেছেন তিনি। রাজনীতিতে আনকোড়া সদস্য থেকে ১১ বছরেই হচ্ছেন মুখ্যমন্ত্রী। যে গল্প যেনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। 

    গত ১৯ জানুয়ারি ভগবন্তকে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করা হয়। প্রায় ২১ লক্ষ ফোন কল পেয়ে জনতার ভোটে ভগবন্ত মান মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচিত হন। ইতিমধ্যেই ধুরি কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন ভগবন্ত। তিনি জিতলে কেজরিওয়ালের পর ভগবন্তই হবেন আপের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।

    পাঞ্জাবের সাঙ্গরুর থেকে দুবারের সাংসদ কিন্তু রাজনীতির থেকে বেশি জনপ্রিয় ছিলেন হাস্যকৌতূকের দুনিয়ায়। স্কুলশিক্ষকের পরিবারে জন্ম, ১৮ বছর বয়সে প্রথম লাইমলাইটে আসেন শহিদ উধম সিং কলেজে বি.কম পড়ার সময়। একটি অডিও ক্যাসেট বের করেন হাস্যকৌতূকের উপর। তার পর ধীরে ধীরে কমেডির রাজা হয়ে যান। সামাজিক-রাজনৈতিক ব্যঙ্গাত্মক কৌতূকে ভর করে তরতরিয়ে উপরে উঠে যান। 'জুগনু মস্ত মস্ত' নামে টিভিতে একটি কমেডি শো-ও করতে শুরু করেন। যা তাকে পাঞ্জাবে জনপ্রিয়তা দেয়।

    কিন্তু ক্য়ারিয়ারের শীর্ষে পৌঁছে আচমকা রাজনীতিতে পা রাখেন ভগবন্ত। অকালিদের পরিবারের বিদ্রোহী মনপ্রীত সিং বাদলের দল পিপলস পার্টি অফ পাঞ্জাবে যোগ দেন তিনি। কিন্তু ২০১২ সালের নির্বাচনে হেরে যান মান। তার পর মনপ্রীত নিজের দলকে ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জুড়ে দিলে ভগবন্ত মান দল ছাড়েন। সেই সময় কেজরিওয়ালের ডাকে আম আদমি পার্টিতে যোগ দেন। বাকিটা ইতিহাস, সাঙ্গরুর কেন্দ্র থেকে ২ লক্ষ ভোটের রেকর্ড ব্যবধানে লোকসভায় জেতেন তিনি।

    ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও আপের সবচেয়ে জনপ্রিয় মুখ ছিলেন মান। ৩০০টি সভা করেছিলেন, বাদলদের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক গান ছেড়েছিলেন ভোটের বাজারে। তবে ২০১৮ সালে অকালি নেতা বিক্রম সিং মাজিঠিয়ার মানহানি মামলার জেরে কেজরিওয়াল তার কাছে ক্ষমা চাইলে সেই সময় প্রতিবাদ করে রাজ্য সভাপতির পদ ছেড়ে দেন।

    তবে মানের বিরুদ্ধে অভিযোগও রয়েছে বিস্তর। একাধিক বার মদ্যপ অবস্থায় তার ছবি-ভিডিও ভাইরাল হয়। তা লোকসভায় সরব হয় বিরোধীরা। এর পর ২০১৯ সালে কেজরিওয়ালের কথায় মদ পুরোপুরি ছেড়ে দেন।

    তাকে নিয়ে সব বিতর্ক আজ অতীত। সব ঠিক থাকলে তিনি-ই বসছেন পঞ্চনদের ভারতের গদিতে। কমেডিয়ান থেকে মুখ্যমন্ত্রী হবেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ