কাঠালিয়ায় তিন দিনের ইসলাহী ইজতিমা শেষ


ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়া খানকায়ে আশরাফিয়া ময়দানে বিশ্ব ইস্তেমার নমুনায় ইসলাহী ইজতিমায় দেশ-জাতির কল্যাণ ও মুক্তি কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত ০৪ মার্চ তিন দিনের এ ইজতেমা শুরু হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মুসুল্লিরা অংশ নেন।
আজ সোমবার সকাল ৭ টায় হাজার হাজার মুসুল্লিদের কান্নায় ধ্বনিতে ময়দানে তিন দিনের ইসলাহী ইজতিমায় মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ইজতিমায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ খাইরুল ইসলাম মান্নান, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মুফতী নুরুল্লাহ আশরাফী অংশ নেন।
এমইউআর
