ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

Motobad news

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২৯ জেলের দন্ড

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২৯ জেলের দন্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার করায় ২৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি ইলিশ, তিনটি বেহুন্দি ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

শনিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকালে ভোলা সদর উপজেলার তুলাতুলি, কাঠির মাথা ও ইলিশা এলাকার মেঘনা নদীতে মাছ শিকারের সময় ২৯ জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনের ২০ দিন করে কারাদন্ড ও ১৪ জনের মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। কারাদন্ড প্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজনের জরিমানাও করা হয়েছে। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার পঞ্চম দিনে ভোলায় ৯৫ জেলে আটক করা হয়েছে। এ সময় এক লাখেরও অধিক কারেন্ট জাল, ৩৫ টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের অভয়াশ্রম হওয়ায় ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার তেতুলিয়া নদী ইলিশের আভয়শ্রমে অন্তর্ভূক্ত। এ অভয়শ্রমে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন