অর্থ কমিটি থেকে নাজমুলকে সরিয়ে দিয়েছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের পর চারদিকে সমালোচনার ঝড় ওঠে। ক্রিকেটারদের আন্দোলনের মুখে অবশেষে নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। তবে ক্রিকেটারদের দাবি মেনে বোর্ড পরিচালকের পদ থেকে এখনও পদত্যাগ করেননি এই কর্মকর্তা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের স্থানীয় একটি হোটেলে ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের সময় জরুরি অনলাইন সভা করে বিসিবি। এই সভায় সিদ্ধান্ত হয় নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। বিসিবির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন তিনি।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, আপত্তিকর মন্তব্য করায় নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার ভেতর তাকে জবাব দিতে বলা হয়েছে।
এইচকেআর