কাঠালিয়ায় নিখোঁজের দুইদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার


ঝালকাঠির কাঠালিয়ার মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরে কেয়া বন থেকে অটোসহ নিখোঁজের দুইদিন পর চালক নাছির উদ্দীনের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
মঙ্গলবার বিকালে গ্রামবাসী গোসল করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
উদ্ধারের সময় তার হাত দুটি পিছমোড়া অবস্থায় বাধাঁ ছিলো এবং শরিরের বিভিন্ন স্থানে জখম ও দেখা যায়। নাছির উদ্দীন (৩২) কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়েনর বড় কাঠালিয়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় তার অটোতে তিনজন যাত্রী নিয়ে ছৈলারচর পর্যটন কেন্দ্রে যায়, এরপর থেকেই তিনি অটোসহ নিখোঁজ রয়েছে।
নাছির উদ্দীনের বড় ভাই মোঃ জসিম উদ্দীন জানান, ‘‘সোমবার সন্ধ্যায় আমার ভাই নাসিরকে যাত্রীবেশে তার মোবাইলে কল দিয়ে কাাঁঠালিয়ার হেতালবুনিয়ার ছৈলার চর পর্যটক কেন্দ্রে যেতে বললে নাসির সেখানে যায় এবং ওখানের একটি দোকানে বসে কথিত ওই তিনজন যাত্রীর সাথে চা-খাওয়ার পর তাদেরকে অটোতে করে ছৈলার চর থেকে চলে আসে। তারপর থেকে নাছিরের কোন হদিস পাওয়া যাচ্ছে না বল তথ্যে পাওয়া যায়।
তারপর আত্মীয়- স্বজন মিলে বিভন্ন স্থানে খোঁজাখুজি করেও নাছির এবং তার অটোর কোন খোঁজ পাইনি।’’ কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী সাংবাদিকে জানান, মরাদেহ উদ্ধার করা হয়েছে। অন্য কোন তথ্য এই মুহুতে দেয়া সম্ভব নয়। পরে জানানো হবে।
এইচকেআর
