বড়ইয়া চিশ্তিয়া পাক দরবার শরীফের ওরস সম্পন্ন


ঝালকাঠি রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী বড়ইয়া চিশ্তিয়া আল হোসাইনিয়া পাক দরবার শরীফের হযরত শাহ সূফী ফকির আলী হোসেন চিশ্তি (রহঃ) এর তিন দিন ব্যাপী ৬০তম বাৎসরিক ওরস সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরস মোবারক সম্পন্ন হয়। মোনাজাত পরিচালনা করেন গদ্দিনশিন পীর ফকির আমিনুল ইসলাম চিশ্তি। ওরস মোবারকে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ।
উল্লেখ্য, গত শনিবার বাদ মাগরিব থেকে তামিল জিকির, তরিকতে ওয়াজ, দোয়া-মাহফিল, ছেমা সংগীত ও হালকা জিকির অনুষ্ঠিত হয়।
এমইউআর
