তজুমদ্দিন সোনাপুর ইউনিয়ন নির্বাচন

ভোলার তজুমদ্দিনে ২নং সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর পরেই পাল্টে গেছে ইউনিয়নের চিত্র। ৯ টি ওয়ার্ডের প্রতিটি অলিগলি, দোকানের সামনে, ফাঁকা জায়গা গুলোতে সাদা কালো পোস্টারে ছেয়ে গেছে। সেই সাথে চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা ও নিয়মিত উঠান বৈঠক। এতে করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভোটের উৎসব ছড়িয়ে পড়ছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু। যে কারণে এই ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। এদিকে এই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৮ জন এবং সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। প্রতীক বরাদ্দের পর পরেই প্রতিটি ওয়ার্ডে আনাচে কানাচে, দোকানের সামনে এবং জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রার্থীর ছবি ও প্রতীক যুক্ত পোস্টারে ছেয়ে গেছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ প্রায় ১৯ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সারিবদ্ধভাবে টানানো পোস্টার নির্বাচনীয় আমেজ কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। এদিকে নির্বাচনের বাকী আর মাত্র দুই দিন। সামনের এই সময়টা কাজে লাগাতে কোমড় বেধে মাঠে নেমেছে প্রার্থীরা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সোনাপুর ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৪১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৪শ ১১ জন ও নারী ভোটার ৭ হাজার ৬শ ৩০ জন।
এইচকেআর