ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তান নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা আগৈলঝাড়ায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে মারবেল মেলা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামুনুল হককে শোকজ জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৬%, পূর্বাভাস বিশ্বব্যাংকের খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি
  • অভিনয়ে আয়েশা মৌসুমী, অডিশন নিলেন অপূর্বর

    অভিনয়ে আয়েশা মৌসুমী, অডিশন নিলেন অপূর্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন তরুণ গায়িকা আয়েশা মৌসুমী। গতকাল সোমবার (২০ ডিসেম্বর) রুবেল হাসান পরিচালিত একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার মাধ্যমে নতুন এই অঙ্গনে অভিষেক হলো তার। এদিন রাজধানীর উত্তরায় ক্যামেরার সামনে দাঁড়ান গায়িকা।

    এই নাটকে আয়েশা মৌসুমীর কাজও সংগীত সংশ্লিষ্ট। একটি রিয়ালেটি শোর বিচারকের ভূমিকায় অভিনয় করেন তিনি। আর তার প্রতিযোগির ভূমিকায় অভিনয় করেন ছোট পর্দার বড় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। তবে শেষ পর্যন্ত গায়ক অপূর্ব বিচারক আয়েশা মৌসুমীর মন জয় করতে পেরেছে কিনা তা জানাতে চাননি মেধাবী এই গায়িকা।

    আয়েশা মৌসুমী বলেন, “আমি গানের মানুষ। গান নিয়েই যত স্বপ্ন। তবে এই নাটকের টিমের সঙ্গে আমার খুব ভালো একটা বোঝাপড়া রয়েছে। কারণ তাদের একটি নাটকে আমি ‘দিল ড্যান্স মারে’ শিরোনামে একটি গান করেছিলাম। সেটি বেশ জনপ্রিয়তাও পায়। সে কারণে পরিচালক রুবেল হাসান ভাই, অপূর্ব ভাই এবং সাবিলা নূরের সঙ্গে ভালো সখ্য গড়ে ওঠে। এই নাটকেও তারাই কাজ করেছেন। ফলে আমাকে কাজটি করতে বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। তাদের সঙ্গে কাজটি আমার খুব এনজয় করেছি। আশা করি দর্শকেরও ভালো লাগবে।”

    তিনি আরও জানান, আসছে ভালোবাসা দিবসে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে।

    এদিকে, আগামী ২৩ ডিসেম্বর নিজের নতুন গান ‘মেকআপ সুন্দরী’ নিয়ে হাজির হচ্ছেন আয়েশা মৌসুমী। ইউটিউবে নিজ নামে খোলা চ্যানেল থেকেই এটি প্রকাশ করবেন তিনি। আকর্ষণীয় ভিডিওতে প্রকাশ পাবে গানটি। এ নিয়ে এক ভিডিওতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ