আমতলীতে জমে উঠেছে দলিল লেখক সমিতির নির্বাচন

বরগুনার আমতলীতে জমে উঠেছে সাব রেজিস্ট্রি দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে প্রার্থীরা দিনরাত প্রচার প্রচারনা ব্যস্তসময় কাটাচ্ছে। নির্বাচনকে ঘিরে সাব রেজিষ্ট্রি অফিসে জমজমাট প্রচার প্রচারনা চলছে।সেই সাথেপাশের চায়ের দোকান গুলোতে কেনাবেচা আগের তুলনায় বেড়ে গেছে। নির্বাচনী পোষ্টারে ছেয়ে গেছে পুরো অফিস এলাকা। বৃহস্পতিবার দুপুরে সাব রেজিষ্ট্রি অফিসে গিয়ে এমন দৃশ্যই চোঁখে পড়ে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. আলী আজগর মিয়া বলেন, এবারে দলিল লেখক সমিতির নির্বাচনে তিনপি পদ (সভাপতি সাধারন সম্পাদক ও ক্যাশিয়ার) পদে মোট ১০ জন প্রার্থী নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে। উক্ত নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সকলের নিকট গ্রহণযোগ্য হয় সে ভাবেই কাজ করা হচ্ছে।
এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন, সভাপতি পদে এবিএম আশ্রাফুজ্জামান রুমি (দোয়াত কলম), মো. জিল্লুর রহমান রুবেল (টেবিল)মো. আলমগীর কবির (ছাতা)এছাক মিয়া (দেয়াল ঘড়ি)সম্পাদক পদে মো. জহিরুল ইসলাম বাবুল (সিলিং ফ্যান) মো. মিজানুর রহমান (টেবিল ফ্যান)মো. হাবিবুর রহমান (বই)।
ক্যাশিয়ার পদে মো. কামাল হোসেন (মোবাইল )মো.আব্দুস সালাম (টেলিফোন) মো. ছাইদুল ইসলাম লিমন (ব্রিফকেস)প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এদিকে প্রত্যেক প্রার্থী তাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলে জানান।তবে সাধারন সম্পাদক (বই) প্রতীক মো,জহিরুল ইসলাম বাবুল নিয়ে বেশ এগিয়ে রয়েছেন বলে দলিল লেখক সমতিরি সদস্যদের একটি সুত্র জানায়।
এইচকেআর