বরগুনায় জঙ্গিবাদ ও প্রাসঙ্গিক ভাবনা শীর্ষক আলোচনা সভা

বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাবের আয়োজনে সাম্প্রতিক জঙ্গিবাদ ও প্রাসঙ্গিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বরগুনা উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা প্রমুখ।
বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ চন্দ্র দাশ চীত্ত রঞ্জন শীল, মনির হোসেন কামাল, কাজী সৈয়দ ফকরুল আবু জাফর সালেহ, রেজাউল ইসলাম টিটু প্রমুখ।
জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাবের বিভাগীয় সমন্বয়ক জাহাঙ্গীর আলম। বক্তারা জঙ্গীবাদ নির্মূলে বিভিন্ন মতামত তুলে ধরেন।
এইচকেআর