বামনায় মাছ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৮মণ পাঙ্গাস মাছ জব্দ

দিনের বেলায় গ্রামে গ্রামে ঘুরে পন্য ফেরী করে বিক্রী করেন আর রাতে করেন চুরি, ডাকাতি সহ নানান অপকর্ম। এমন একটি দলের ৪ সদস্যকে পুকুরের মাছ চুরি করার সময় স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। আজ শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বরগুনার বামনা উপজেলার পূর্ব বলইবুনিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার ভোর সারে ৪টার দিকে পূর্ব বলইবুনিয়া গ্রামের এমাদুল জমাদ্দারের পুকুরে মাছ ধরার শব্দ পায় তার মেয়ে রীনা বেগম। এসময় তিনি স্থানীয় লোকজনকে খবর দিলে তারা ওই মাছ চোর চক্রকে ধাওয়া করেন। পরে তারা ৪জনকে আটক করে বামনা থানা পুলিশকে খবরে দেয়। পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এসময় তাদের কাছ থেকে ৫টি ড্রামে ৮মন পাঙ্গাস মাছ, একটি ঘের জাল ও একটি ইঞ্জীন চালিত নসিমন আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, চাদপূর জেলার উত্তর মতলব উপজেলার চারাভাংগা গ্রামের জিতীশ এর ছেলে সমির(৩৫), পঞ্চানন দাসের ছেলে হরে রাম(৪৫), গঙ্গারাম দাসের ছেলে প্রাণকৃষ্ণ(৫৫) ও শহরাস্তি উপজেলার গহন্ডপুর গ্রামের মধু চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস(২৫)।
এমাদুল জমাদ্দারের মেয়ে রীনা বেগম জানায়, ভোর রাতে তিনি পুকুরে মাছ ধরার শব্দ শুনতে পেয়ে তিনি সেখানে গিয়ে দেখেন পুকুরের সব মাছ জাল টেনে ধরে ড্রাম ভরে রেখেছেন। এসময় তিনি তাদের বাঁধাদিলে তাকে মার ধর করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার ডাকচিৎকারে এলাকাবাসীরা ছুটে এলে তাদের ধাওয়া করে। পরে তারা ৪জনকে আটক করে পুলিশে খবর দেয়। তিনি আরো জানান এই চোর চক্রের ৯ সদস্য ছিলো।
স্থানীয় এলাকাবাসীরা জানান, আকটকৃতদের মধ্যে অনেকেই গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন পন্য ফেরী করে বিক্রি করেন। তারা আরো জানান, এই চক্র গ্রামে দিনের বেলায় পন্য ফেরী করে বিক্রি করেন আর রাতে তারা চুরি ও ডাকাতি সংঘটিত করে।
বামনা থানার অফিসার ইন চার্জ মো. বশিরুল আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে চার চোর সদস্যকে আটক করা হয়েছে। এরা আরো অনেক অপরাধের সাধে জড়িত। এদের বিরুদ্ধে মামলা নিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এছারা উদ্ধারকৃত মাছ পুকুর মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচকেআর