ইউপি নির্বাচন: পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

যুবলীগের নেতা-কর্মীরা জানান, সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিকের পক্ষে প্রচার শেষে রাতে শহরে ফিরছিলেন শুভসহ নেতা-কর্মীরা। পথে মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকার জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের লোকজন তাদের দিকে গুলি চালায়।
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন।
শহরের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকার রোববার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতা-কর্মীরা। গুলিবিদ্ধ শুভ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
যুবলীগের নেতা-কর্মীরা জানান, সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিকের পক্ষে প্রচার শেষে রাতে শহরে ফিরছিলেন শুভসহ নেতা-কর্মীরা। পথে মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকার জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের লোকজন তাদের দিকে গুলি চালায়।
এতে শুভ গুলিবিদ্ধ হলে নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে খুলনায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শংকরপাশা ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় শুভ নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএম