আমতলীতে ‘মেয়র কাপ’ ফুটবল টুর্নামেন্টের'র উদ্বোধন

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরগুনার আমতলী সরকারী হাইস্কুল মাঠে চলমান ‘মেয়র কাপ’ ফুটবল টুর্নামেন্টের আড়পাঙ্গাশিয়া ও গুলিশাখালী ইউনিয়নের একাদশের খেলার উদ্বোধন করেন পটুয়াখালীর গলচিপা দশমিনা আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা । রবিবার বিকেল সাড়ে ৪টায় আমতলী সরকারি একে হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয় মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান , গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম. আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান মোসা: সোহেলী পারভীন মালাসহ আওয়ামীলীগ যুবলীগ নেতৃবৃন্দ।
জানা গেছে, আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন পৌরসভার একটি দল নিয়ে ৮টি দল খেলায় অংশ গ্রহন করছে । শতশত দর্শক খেলা উপভোগ করেন। উদ্বোধনী বক্তৃতায় সাংসদ এস এম শাহজাদা বলেন, মাদক থেকে যুব সমাজকে বাচাতে হলে বেশি বেশি করে খেলাধুলা আয়োজন করার জন্য সকলকে আহবান জানান। এ ধরনের একটি খেলা আয়োজনের জন্য আমতলী পৌর মেয়রকে ধন্যবাদ জানান।
এইচকেআর