ঢাকা শুক্রবার, ২৭ জুন ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

 ভান্ডারিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
ভান্ডারিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায়  বুধবার বিকালে উপজেলা হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এক প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান  মো. মহিউদ্দিন মহারাজ। উপজেলা হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়ক মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লিযাকত হোসেন তালুকদার, টুঙ্গীপারা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক,  উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদক উত্তম চন্দ্র দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,’৭১স্বাধীনতা যুদ্ধে পার্শবর্তী বন্ধু রাস্ট্র ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী প্রায় এককোটি মানুষের খাদ্য সহায়তা প্রদানসহ তার দেশের সেনা সদস্য পাঠিয়ে যে উপকার করেছিল তা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলেননি। তাছাড়া সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সাম্প্রদায়ীক সম্প্রীতি বিণষ্টের জন্য একটি পরাজিত শক্তি অপতৎপড়তা চালাচ্ছে। ইসলাম ধর্মে কখনোই অন্য ধর্মের প্রতি সহিংসতার কথা বলেনি। দেশব্যপি যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তা বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একটি মৌলবাদি সম্প্রদায় অনবরত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আর একটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ঐসমস্ত অপশক্তিকে বিনাশ করতে হবে।

তবে দেশের অন্য যে কোন স্থানের চেয়ে এই ভান্ডারিয়ায় আমাদের নেতা আনোয়ার হোসেন মঞ্জু এমপির নির্দেশে আওয়ামী লীগ,জাতীয় পার্টি-জেপি সব সময় একে অপরের সাথে সৌহার্দপূর্ণ সহাবস্থান রেখে চলতে শিখিয়েছে। এই ভান্ডারিয়ায় সংখ্যালঘু বা সংখ্যা গুরু বলে কোন শব্ধ নেই। এখানে যে যার ধর্ম অতীত থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে পালন করে আসছে। কিন্তুু এই সম্প্রীতি যাতে বাহিরের কোন অপশক্তি বিণষ্ট করতে না পারে সেজন্য জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি তার দলীয় নেতাকর্মী, আওয়ামী লীগ , সুশীলসমাজের নের্তৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন ।
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন