ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম

আমতলীতে দুই জেলেকে কারাদন্ড

আমতলীতে দুই জেলেকে কারাদন্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের অপরাধে আমতলীর দুই জেলেকে ১৫ দিন করে কারাদন্ডের আদেশ দিয়েছেন। রবিবার রাতে আমতলী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি  মো. নাজমুল ইসলাম এ দন্ডাদেশ দেন।দন্ডপ্রাপ্ত জেলেদ্বয়ের বাড়ি তালতলী উপজেলার গাবতলীর চৌদ্দঘর গ্রামে।

নিষেধাজ্ঞার সপ্তম দিনে পায়রা নদীতে ইলিশ শিকারের অপরাধে মো. জয়নাল ফকির ও জসিম নামের দুই জেলে নিজ এলাকা তালতলী ছেড়ে পায়রা নদীর আমতলীর বৈঠাকাটা এসে মাছ ধরার সময় তারা আমতলী উপজেলা ভ্রাম্যমাণ আদালত, মৎস্য অফিস ও পুলিশের যৌথ অভিযানে আটক হয়।

সরকারী নিষেধাঞ্জা অমান্য করে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড মো. নাজমুল ইসলাম প্রত্যেক জেলেকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সোমবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বলেন, ভ্রাম্যমাণ আদালতের দন্ডাদেশ প্রাপ্ত দুই আসামীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নাজমুল ইসলাম বলেন, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দুই জেলের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ