ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • গ্লাভস হাতে পরীক্ষা দেবেন মুশফিক-সোহান

     গ্লাভস হাতে পরীক্ষা দেবেন মুশফিক-সোহান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টেস্ট খেলে জিম্বাবুয়ের সফর থেকে জরুরি কারণে দেশে ফিরে আসতে হয় মুশফিকুর রহিমকে। ফলে ওয়ানডে সিরিজের একটি ম্যাচে উইকেট সামলানো সুযোগ আসে নুরুল হাসান সোহানের কাছে। টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচেই গ্লাভস পরেছেন। দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছেন তাই অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাকেই দেয়া হয় গুরু দায়িত্ব। অজিদের বিপক্ষে ৪-১ ব্যবধানে দাপুটে জয় পায় বাংলাদেশ। ওই সিরিজে খেলা হয়নি মুশফিকের। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন নিয়মিত উইকেটরক্ষক। কিউইদের বিপক্ষে কাকে দেখা দেখা যাচ্ছে গ্লাভস হাতে?

    আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের এই সিরিজ শেষ হবে ১০ সেপ্টেম্বর। তার আগে সোমবার (৩০ আগস্ট) কথা বলেছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন প্রথম দুই ম্যাচে কিপিং করবেন সোহান, পরের দুই ম্যাচে মুশফিক। ওই ম্যাচগুলিতে দুজনের পারফরম্যান্স বিবেচনায় চূড়ান্ত হবে শেষ ম্যাচের উইকেটরক্ষকের নাম।


    ডমিঙ্গো জানালেন, ‘এবারের সিরিজে আমরা দায়িত্বটা ভাগাভাগি করছি। দুই ম্যাচ করে সুযোগ দিয়ে পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেব। এমন ভিন্নতা থাকা ভালো। এটাই আপাতত আমাদের পরিকল্পনা। তবে সোহান প্রথম দুই ম্যাচে উইকেটরক্ষক হিসেবে থাকছেন।’

    প্রায় দেড় বছর সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা যায়নি তামিম ইকবালকে। ব্ল্যাকক্যাপসদের বিপক্ষেও খেলছেন না তিনি। দলে সুযোগ পাওয়াদের মধ্যে ওপেনার রয়েছেন তিনজন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সৌম্য সরকার ও নাঈম শেখকে দেখা গেছে ওপেনার হিসেবে। যোগ হয়েছে লিটন দাসের নামও। কে থাকছে ওপেনার হিসেবে? যদিও এমন প্রশ্নের জবাব স্পষ্ট করেননি রাসেল ডমিঙ্গো।

    ‘ওপেন করার মতো আমাদের তিনজন রয়েছেন। সৌম্য, লিটন ও নাঈম। আগামী ২৪ ঘন্টায় নির্বাচকদের সঙ্গে কথা বলবো। এরপরই সিদ্ধান্ত নেয়া হবে।’

    এদিকে দলে মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান ফেরায় বাড়তি তৃপ্তি কোচের কন্ঠে। পাশাপাশি তার ব্যাটিং অর্ডারও জানিয়ে দিয়েছেন এই প্রোটিয়া কোচ।

    ‘মুশফিকের ব্যাপারে সিদ্ধান্ত হলো সে চার নম্বরে ব্যাটিং করবে। সে এই জায়গাতেই সফল। সে ইনিংস ধরে রাখতে পারে। মিডল ওভারে এসে এক-দুই রান নিতে পারে। ম্যাচটাও শেষ করে আসতে পারে। তাকে দলে পাওয়া আমাদের জন্য ভালো খবর।’ যোগ করেন ডমিঙ্গো।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ