গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

বরিশালের গৌরনদীতে মো. মঞ্জু বেপারী (৪৩) নামে এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে গৌরনদী পৌরসভার পূর্ব কাছেমাবাদ এলাকার ইয়াসিন খানের বাড়ির কাছে রাস্তার কালভার্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু বেপারী ওই এলাকার মৃত আব্দুল রশিদ বেপারীর ছেলে।
খবর পেয়ে থানা পুলিশ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মঞ্জুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের বড় ভাই মুরাদ বেপারী জানান, মাহিলাড়া হাটের দোকানদার ও পূর্ব কাছেমাবাদ এলাকার বাসিন্দা তুহিন সরদারকে মাহিলাড়া হাট থেকে ভাই মঞ্জু বেপারী অটো ভ্যানে করে শনিবার রাত সোয়া ১০টার দিকে তার বাড়িতে নামিয়ে দেয়।
এরপর অটোভ্যান নিয়ে মঞ্জু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে পথিমধ্যে ইয়াসিন খানের বাড়ির কাছে রাস্তার কালভার্টের পশ্চিম পাশে পৌঁছিলে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ভ্যানের গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। তখন ঘটনাস্থলের কাছে বাড়ির বাপ্পী হাওলাদার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মঞ্জুকে মাটিতে পড়ে থাকতে দেখে ডাকচিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই শিক্ষক আনোয়ার বেপারী বলেন, মালামাল কিনতে কয়েকজন দোকানদারের দেওয়া টাকা প্রায়ই মঞ্জু বেপারীর সাথে থাকতো। এই টাকা ছিনতাই করতে ব্যর্থ হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মঞ্জুকে কুপিয়ে খুন করেছে বলে আমরা ধারণা করছি। এলাকার কারো সাথে তার (মঞ্জু) কোন শত্রুতা ছিল না।
গৌরনদী থানার অফিসসার ইনর্চাজ তারিক হাসান রাসেল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার সকালে বরিশাল শেবাচিম হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীাদের শনাক্তের চেষ্টা চলছে।
এইচকেআর