রাতের মধ্যেই কাবুল দখলের শঙ্কা!


তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের রাজধানী কাবুলের সাত মাইল (১১ কিলোমিটার) দক্ষিণে চার আসিয়াব জেলায় পৌঁছে গেছে। স্থানীয় এক আইনপ্রণেতা আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে এ খবর জানিয়েছেন। এদিকে তালেবানের এ দুর্বার অগ্রগতিতে আজ শনিবার রাতের মধ্যেই রাজধানী কাবুল দখল করে ফেলবে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
বিবিসি জানিয়েছে, আফগানিস্তান সরকার যদি এ তথ্য নিশ্চিত করে তাহলে এটিই হবে কাবুলের সবচেয়ে কাছে তালেবানের সর্বশেষ অবস্থান এবং রাজধানী থেকে বিদ্রোহীদের দূরে রাখার জন্য লড়াই করে আসা আফগান বাহিনীগুলোর জন্য আরেকটি ধাক্কা।
শনিবার তালেবান যোদ্ধারা কাবুলের ৪০ মাইল (৭০ কিলোমিটার) দক্ষিণের শহর লোগার প্রদেশের পুল-ই-আলম দখল করে নেয়ার পর থেকেই রাজধানী দিকে অগ্রসর হওয়ার চেষ্টা শুরু করে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। পুল-ই-আলম কাবুলে ঢোকার অন্যতম প্রবেশপথ।
পরিচয় প্রকাশ না করার শর্তে লোগারের প্রাদেশিক পরিষদের একজন সদস্য রয়টার্সকে জানিয়েছেন, পুল-ই-আলমে তালেবান যোদ্ধারা খুব বেশি প্রতিরোধের মুখে পড়েননি। আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ নেয়ার পরদিন পুল-ই-আলম দখল করে নেওয়ার মাধ্যমে রাজধানীতে আক্রমণ চালানোর মতো একটি গুরুত্বপূর্ণ অবস্থান পেয়ে যায় তালেবান।
যুক্তরাষ্ট্রের সর্বশেষ গোয়েন্দা মূল্যায়নে ৩০ দিনের মধ্যে তালেবান কাবুলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতে পারে বলে ধারণা দেয়া হয়েছিল। কিন্তু বিদ্রোহীরা বিদ্যুৎগতিতে রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছে বলে আভাস পাওয়া যাচ্ছে।
লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলম দখলে নেওয়ার পর তালেবান বাহিনী কাবুলের ২৫ মাইল (৪০ কিলোমিটার) দূরে ময়দান শারে পৌঁছানোর পর ব্যাপক লড়াই শুরু হয় বলে জানা গেছে। তারা ময়দান শারে দখল নেয়ার পর্যায়ে আছে বলে তালেবান জানিয়েছে।
চারদিকে পর্বতবেষ্টিত কাবুলের আয়তন প্রায় ৪০০ বর্গমাইল (প্রায় এক হাজার বর্গকিলোমিটার)। চারটি প্রধান সড়ক শহরটিতে প্রবেশ করেছে। দক্ষিণ-পশ্চিমে ময়দান শহর হয়ে একটি, দক্ষিণে পুল-ই-আলম হয়ে আরেকটি, পূর্বে সুরোবি থেকে একটি ও উত্তরে বাগরাম থেকে আরেকটি মহাসড়ক রাজধানীর দিকে চলে গেছে।
এমবি
