ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

আফগানিস্তানের পটপরিবর্তন: উদ্বিগ্ন ভারত

আফগানিস্তানের পটপরিবর্তন: উদ্বিগ্ন ভারত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আফগানিস্তানের পরিস্থিতির দ্রুত পটপরিবর্তনে সিঁদুরে মেঘ দেখছে ভারত। গত ৭ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি একটি গুরুতর বিষয়।

কাতারের দূত মুতলাক বিন মাজেদ আল-কাহতানির সঙ্গে সাক্ষাতের পর জয়শঙ্কর টুইটারে লেখেন, 'একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তানের জন্য প্রয়োজন সমাজের সকল শ্রেণির অধিকার ও স্বার্থের উন্নতি ও সুরক্ষা।'

গত এপ্রিল মাসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পর থেকেই নিরবচ্ছিন্ন সংঘর্ষের মাধ্যমে আফগানিস্তানের বেশ কিছু প্রদেশের দখল নিয়ে তালেবানরা। তালেবান আবারও আফগানিস্তান নিয়ন্ত্রণ করবে এমনটাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে।

সন্ত্রাস দমন এবং দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতার জন্য কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত হিসেবে ভারতে এসেছেন আল-কাহতানি। তাঁর কর্মসূচিতে রয়েছে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে তিনি আলোচনাও। এ দিন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ শ্রীংলার সঙ্গেও সাক্ষাৎ করেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্র দেশগুলি চুক্তির ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করতে সম্মত হয়।

তার পর থেকেই ক্রমশ তৎপরতা বাড়াতে শুরু করে তালেবানরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, এখন দেশের নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকা। ৭ আগস্ট জানা যায়, কাবুলে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ক্ষমতা সীমিত। ফলে যে মার্কিন নাগরিকরা এখন আফগানিস্তানে রয়েছেন, তাঁরা বিপদে পড়লে সবাইকে সাহায্য় করা সম্ভব নয়। ইতোমধ্যেই দূতাবাসের বহু কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

এ দিকে, গত জুলাইয়ে আফগানিস্তানের কন্দহর কনস্যুলেট থেকে প্রায় ৫০ জন কূটনীতিবিদ এবং অন্যান্য কর্মীদের অন্যান্যদের ফিরিয়ে আনে ভারত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, কান্দাহার শহরের কাছে তীব্র সংঘর্ষের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রায় দুই দশক পর আফগানিস্তান থেকে আমেরিকা নিজের বাহিনী সরিয়ে নিয়েছে। এর পরই তালেবানরা দেশের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করার সঙ্গে সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছিল।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন