ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

ভারতে একদিনে মৃত্যু আবারও ৬০০ ছাড়াল

ভারতে একদিনে মৃত্যু আবারও ৬০০ ছাড়াল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতে শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা নেমেছিল ৫০০ এর নীচে। কিন্তু শনিবার তা হলো ৬১৭। আট দিন পর দেশটির দৈনিক মৃত্যু ৬০০ এর বেশি হলো। সব মিলিয়ে দেশটিতে করোনা মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৩৭১ জনের।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা বাড়লে কমেছে দৈনিক  আক্রান্তের সংখ্যা। তিন দিন পর আবারও তা ৪০ হাজারের নীচে নামল। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬২৮ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৩৮৫ জন। খবর আনন্দবাজার পত্রিকার।

কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের সামান্য কম। মহারাষ্ট্রে তা ৫ হাজার ৫৩৯। কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ প্রায় একই আছে। ওড়িশাতে তা ১ হাজার ২০৮। আসামে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ এক হাজারের নীচে নেমেছে। বাকি সব রাজ্যেই তা এক হাজারের নীচে। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে রোজ সংক্রমিত হচ্ছেন ৫০০ এর বেশি মানুষ।

ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ার কারণে দুই হাজার মতো কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ১২ হাজার ১৫৩ জন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন