ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • দাবানলের মতো ছড়াচ্ছে ডেল্টা 

    দাবানলের মতো ছড়াচ্ছে ডেল্টা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে কোভিড-১৯ এর নতুন ঢেউয়ে জ্বালানি হিসেবে কাজ করছে ডেল্টা ভ্যারিয়েন্ট। করোনাভাইরাসের সর্বশেষ এই সংস্করণ লোকজনকে, বিশেষ করে যারা টিকা পাননি তাদের আগের তুলনায় গুরুতর অসুস্থ করে ফেলছে কি না সেটি জানার জন্য মরিয়া হয়ে উঠছেন বিশ্বের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞরা।

    যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সতর্ক করে দিয়ে বলেছে, ভারতে প্রথম শনাক্ত হওয়া এবং বর্তমানে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো ডেল্টা ভ্যারিয়েন্ট আগের সংস্করণের তুলনায় ‌‌‌‌‌‌‌‌‌‌‘সম্ভবত ‌‌‌আরও বেশি গুরুতর’ হয়ে উঠছে। শুক্রবার সিডিসির প্রকাশিত অভ্যন্তরীণ এক নথিতে এসব তথ্য জানা গেছে।


    কানাডা, সিঙ্গাপুর ও স্কটল্যান্ডে চালানো এক গবেষণার বরাত দিয়ে সিডিসির প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির শুরুর দিকের রোগীদের তুলনায় বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত লোকজনকে সম্ভবত হাসপাতালে বেশি ভর্তি হতে হচ্ছে।

    সংক্রামক বিশেষজ্ঞরা বলেছেন, তিনটি গবেষণায় ডেল্টা ভ্যারিয়েন্টের অধিক ঝুঁকির বিষয়ে পরামর্শ এসেছে। তবে গবেষণায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা সীমিত ছিল এবং বাইরের বিশেষজ্ঞদের দ্বারা গবেষণার এই ফল এখনো পর্যালোচনা করা হয়নি।

    ডেল্টায় আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসকরা বলেছেন, এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের কোভিড-১৯ উপসর্গ দ্রুত প্রকাশ পায় এবং অনেক অঞ্চলে এই ধরনে আক্রান্তদের গুরুতর অসুস্থতার সংখ্যা মোটা দাগে বৃদ্ধি পাচ্ছে।
    বিশেষজ্ঞরা বলেছেন, করোনাভাইরাসের এই ধরন অন্যান্য ধরনের তুলনায় আক্রান্তদের আরও গুরুতর অসুস্থ করে তুলছে কি না সে বিষয়ে এই ফলের তুলনার জন্য আরও বৃহৎ সংখ্যক জনগোষ্ঠীকে নিয়ে মহামারি বিষয়ক গবেষণা করা দরকার।

    ব্রিটেনের ওয়ারউইক মেডিকেল স্কুলের ভাইরোলজিস্ট লরেন্স ইয়ং বলেছেন, ডেল্টার তীব্রতা বৃদ্ধির বিষয়টি পরিষ্কার হওয়া কঠিন। তবে ডেল্টার সংক্রমণের অস্বাভাবিক হার হাসপাতালে অধিক সংখ্যক গুরুতর রোগী আসার ক্ষেত্রে অবদান রাখছে বলে মনে করেন ব্রিটিশ এই বিশেষজ্ঞ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ