ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • রোজা থাকলেও সমস্যা নেই টিকা গ্রহণে

    রোজা থাকলেও সমস্যা নেই টিকা গ্রহণে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের ইসলামী শিক্ষাবিদ এবং জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ বলছেন, রমজানের সময়ে রোজা থাকলেও মুসলমানদের টিকা নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে না। 

    যুক্তরাজ্যের লিডসের ইমাম কারী আসিম বলছেন, টিকা পেশিতে দেওয়া হয়। তাই রক্তের শিরায় যায় না। এটি পুষ্টিকর কিছুও নয়। সুতরাং টিকা নিলে রোজা ভঙ্গ হবে না। যুক্তরাজ্যের মসজিদ এবং ইমামদের জাতীয় উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান আসিম বলেন, ইসলামী চিন্তাবিদদের বেশিরভাগের দৃষ্টিভঙ্গি- রমজানের সময় টিকা নেওয়া হলে তাতে রোজা ভঙ্গ হয় না। খবর বিবিসির।

    মুসলমান কম্যুনিটির জন্য তার বার্তা হলো:'আপনি টিকা না নিলে কভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেবেন। এটা যা আপনাকে অসুস্থ করে তুলতে পারে এবং যার ফলে হয়তো পুরো রমজানই হারাতে পারেন। হয়তো হাসপাতালে ভর্তি হওয়ার দরকারও হতে পারে।'

    যুক্তরাজ্যে স্বাস্থ্যসেবা নটিংহ্যাম এবং ব্রাইটনের মতো অনেক কেন্দ্র তাদের কার্যক্রমের সময় বাড়িয়েছে, যাতে মুসলমানরা তাদের রোজা ভঙ্গের পর সেখানে টিকা নিতে আসতে পারেন।

    পূর্ব লন্ডনের সার্জারি প্রজেক্টের জ্যেষ্ঠ চিকিৎসক ড. ফারজানা হুসেইন বলেন, রমজানের সময় কভিডের টিকা নেওয়ার ব্যাপারে অনেক মুসলমানের মধ্যে সংশয় রয়েছে। অনেকে বিশ্বাস করেন, এই সময় ইনজেকশন নিলে তাদের রোজা ভেঙে যাবে। কিন্তু ব্যাপারটা একেবারেই তা নয়। কারণ এর মাধ্যমে আসলে শরীরে কোনো খাবার প্রবেশ করছে না।

    যুক্তরাজ্যের মুসলমানদের মধ্যে টিকা নেওয়ার হার বাড়ানোর জন্য অনেক মসজিদে টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনও সম্প্রতি দেশের জ্যেষ্ঠ আলেমদের সঙ্গে এক মতবিনিময়ের পর জানিয়েছে- রোজা রেখে করোনাভাইরাসের টিকা নিতে কোনো সমস্যা নেই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ