ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • মেহেন্দীগঞ্জে সহিংসতায় এবার আ'লীগের প্রার্থীর ভাই খুন

    মেহেন্দীগঞ্জে সহিংসতায় এবার আ'লীগের প্রার্থীর ভাই খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দীগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুরুত্বর আহত একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যাক্তির নাম সাঈদ চৌধুরী (৩৫)। 

    তিনি পশ্চিম সুলতানী গ্রামের কাইয়ুম চৌধুরীর ছেলে এবং নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর চাচাতো ভাই বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরী। 


    তিনি জানান, ভোররাতে আমরা হামলা করিনি। সর্দার বাড়ির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা প্রতিহত করতে গিয়ে অনেক লোক আহত আছে। 


    এই প্রার্থী অভিযোগ করেন, ভোররাতে মারা যাওয়া সাইদুল সরদারকে তারা নিজেরা হত্যা করে আমাদের ওপর দায় চাপাচ্ছেন। মিলন চৌধুরী তার ভাই হত্যার বিচার চেয়েছেন। 


    এ বিষয়ে নিশ্চিত করার জন্য মেহেন্দীগঞ্জ ওসির মোবাইলে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি। 

    তবে পুলিশ সুপার মারুফ হোসেন জানিয়েছেন, নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। সহিংসতা যেন আর না ছড়ায় তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    এর আেগ নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেদর হামলায় বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থক সাইদুল সর্দার নামে একজন নিহত হন। উভয়ের লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।


     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ