ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • ঝালকাঠিতে প্যাকেজ বিড়ম্বনায় নাগালের বাইরে টিসিবির নিত্যপণ্য

    ঝালকাঠিতে প্যাকেজ বিড়ম্বনায় নাগালের বাইরে টিসিবির নিত্যপণ্য
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) নিত্যপণ্যের প্যাকেজ বিড়ম্বনায় গরীব ও অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারের দেওয়া স্বল্প মূল্যে এ পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। ঝালকাঠি জেলা প্রশাসন এ বিষয়ে সতর্ক ও তৎপর থাকলেও দায়িত্ব এড়িয়ে যাচ্ছে টিসিবি ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ। 

    খোঁজ নিয়ে যানা যায়, শহরের জেলখানা সড়কে শাহাদাৎ এন্টারপ্রাইজ নামে টিসিবি ডিলার একসঙ্গে ৫টি পণ্য দিচ্ছে ন্যায্য মূল্যে। এগুলো হচ্ছে তেল, চিনি, ডাল, ছোলা ও পিঁয়াজ। এই ৫টি পণ্য প্যাকেজ করে ৯০০ টাকায় বিক্রি করছেন ডিলার। অনেকের কাছেই একসঙ্গে ৯০০ টাকার পণ্য কেনা সম্ভব হচ্ছে না। কারো তেলের প্রয়োজন, কারো আবার চিনি অথবা ছোলা। কিন্তু ডিলাররা একটি বা দুটি পণ্য বিক্রি করছেন না। একসঙ্গে প্যাকেজ করে বিক্রি করছেন তাঁরা। ফলে গরিব মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে টিসিবি পণ্য। 

    সরেজমিনে দেখা গেছে, ঝালকাঠিতে টিসিবির পণ্য বিক্রির জন্য প্রতিদিন তিনজন ডিলারকে পণ্য দেওয়া হয়। শহরের জেলখানা সড়কের লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন রাজাপুর থেকে আসা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মাইসুল হাওলাদার ও ঝালকাঠির আগলপাশা এলাকার গৃহিণী তাহমিনা বেগম। তাদের প্রয়োজন তেল ও পিঁয়াজ। কিন্তু ডিলার প্যাকেজ না নিলে কোন পণ্য দিচ্ছে না। এরকম লাইনে দাঁড়ানো অনেক নারী পুরুষ টাকা না থাকায় পুরো প্যাকেজ কিনতে পারছেন না। 

    এ প্রসঙ্গে ডিলারের প্রতিনিধি মাহাবুবুর রহমান বলেন, আমাদের সব মালামাল চলে না, তাই এভাবে প্যাকেজ করে বিক্রি করতে হচ্ছে। এটা বৈধ না অবৈধ সেটা আমাদের দেখার বিষয় নয়। 

    এ প্রসঙ্গে ঝালকাঠি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক ইদ্রানী দাস বলেন, আমি যতদূর জানি টিসিবির সব পণ্য বিক্রি করতে বলেছে জেলা প্রশাসন। তাই হয়ত ডিলাররা এ প্রক্রিয়ায় পণ্য বিক্রি করছে। তাই প্রশাসনের সঙ্গে কথা না বলে কিছুই করতে পারব না। 

    ডিলারদের প্যাকেজ প্রক্রিয়ায় পণ্য বিক্রয়ের বিষয়টি অবগত হয়ে বরিশাল টিসিবি বিভাগীয় কর্মকর্তার দায়িত্বে থাকা সাহিদুল ইসলাম বলেন, বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ দেখভাল করে। প্যাকেজ করে পণ্য বিক্রি সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়।

    ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান বলেন, বরিশাল বিভাগের মধ্যে ঝালকাঠিতে টিসিবি পণ্য বিক্রির ওপর মনিটরিং বেশি হচ্ছে। কোথাও কোন অনিয়ম হচ্ছে না। অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। কোন ডিলারকে প্যাকেজ করে বিক্রি করতে দেওয়া হবে না। এটা সম্পূর্ণ অবৈধ।


     


    কে এম সবুজ / এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ