ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • ঝালকাঠিতে প্রতিবন্ধী যুবকের ট্রলার চুরি

    ঝালকাঠিতে প্রতিবন্ধী যুবকের ট্রলার চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে প্রতিবন্ধী যুবক বাবু খানের (৩০) একমাত্র অবলম্বন ইঞ্জিন চালিত একটি ট্রলারটি  ‍আজ সকালে চুরি করে দুর্বৃত্তরা। এতে ওই প্রতিবন্ধী যুবকের পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।                                                                               

    বাবু খান জানান, গাবখান ফেরিঘাট এলাকায় মসজিদের ঘাটে ভেড়ানো থাকতো তার ট্রলারটি। আজ ভোরে ট্রলারটি চুরি হয়ে যায়। ট্রলার ঘাটে না পেয়ে  খোঁজাখুজি করলে বারইকরণ চরে ট্রলারের মধ্যে থাকা মই ও বাঁশের লগি পাওয়া যায়। এঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

    উল্লখ্যে, বছর দুয়কে আগে গুরুতর আহত হওয়ায় চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে। দুর্ঘটনার পরে ইঞ্জিন চালিত একটি ট্রলার কেননে তিনি। এরপরে একাধিকবার বিপদে পরলেও ট্রলার বিক্রি করেননি । ট্রলার ভাড়া দিয়েই যা আয় হতো, তা দিয়ে সংসার ও সন্তানের পড়ালেখার খরচ চলতো।

    বাবু খান (৩০) শহরের কিফাইতনগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।স্থানীয় বাসিন্দা মো. রুবেল খান জানান, বাবু ভালো ও ভদ্র ছেলে।এক  দুর্ঘটনার শিকার হয়ে তাকে পঙ্গুত্ববরণ করতে হয়।তার সাতমাস পরে ট্রলার কিনেছিলো, শতকষ্টের মাঝো ট্রলার বিক্রি না করে অবলম্বন হিসেবে জীবীকা নর্বিাহ করছলি। ট্রলারটি চুরি যাওয়ায় বাবুর এখন সব শেষ হয়ে  গেছে। ‍আমরা ‍এ ঘটনার দোষীদরে দ্রুত ‍আটকরে মাধ্যমে সুষ্ঠু বচিার চাই ।                                                                                                                       

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    টিকেটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ