নয়াপল্টন: রাস্তা ছেড়েছে পুলিশ, দখলে চাইছে বিএনপি


রাজধানীর নয়াপল্টন এলাকার নাইটিঙ্গেল মোড়-ফকিরাপুল এবং ফকিরাপুল-নাইটিঙ্গেল মোড় পর্যন্ত দুই দিকের রাস্তা জনসাধারণের জন্য খুলে দিয়েছে পুলিশ। রাস্তা খুলে দিলেও গাড়িতে টহল অব্যাহত আছে।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চলাচলের সড়ক দুটি খুলে দেয় পুলিশ। এর আগে, বুধবার বিকেলে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, রাস্তা খুলে দেওয়ার সঙ্গেসঙ্গেই বিএনপি কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাস্তার দখল নিতে চাইছে। তারা মিছিল-স্লোগান না দিলেও পার্টি অফিস এবং আশপাশের রাস্তায় অবস্থান নিয়েছেন।
অন্যদিকে, পুলিশ রাস্তা ছেড়ে দেওয়ার পর আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে মিছিল নিয়ে যান। ‘বিএনপির গুণ্ডারা হুঁশিয়ার সাবধান’, ‘রাজপথে নামবি না, পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি স্লোগান দেন। পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেয়নি।
এএজে
