ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুসাব্বির হত্যার প্রতিবাদে বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ভোলায় বিএন‌পি-ডেভেলপমেন্ট পা‌র্টির সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ৫৮ মতপার্থক্য থাকলেও যেন মতবিভেদ না হয়: তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত  
  • শিশু আয়াতের লাশের খণ্ডাংশের সন্ধানে অভিযান

    শিশু আয়াতের লাশের খণ্ডাংশের সন্ধানে অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করে সাগর ও খালে ফেলে দেওয়া অংশ পেতে গ্রেপ্তার আবিরকে নিয়ে তল্লাশী চালায় মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

    আবিরের দেওয়া বর্ণনা অনুযায়ী সংস্থাটির সদস্যরা তাকে নিয়েই সকাল থেকে সাগরপাড়ে তল্লাশি করে।   

    এদিকে হত্যাকারীর ফাঁসি চেয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের ব্যানারে শুরু হয়েছে আন্দোলন। শনিবারের মতো রবিবারও (২৭ নভেম্বর) মানববন্ধন করা হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। 

    শিশু আয়াতকে হত্যা করা হয়েছে ১২ দিন আগে ১৫ নভেম্বর বিকেলে। ২৫ নভেম্বর পর্যন্ত আয়াতের পরিবার জানতোই না শিশুটিকে হত্যা করা হয়েছে। পরিবার নিখোঁজ শিশুটিকে হন্যে হয়ে খুঁজছিল। কিন্তু শেষ পর্যন্ত আয়াত খুনের তথ্য নিশ্চিত করে তাদেরই বাসার এক ভাড়াটিয়া আবির মিয়া। 

    আবির পিবিআইয়ের কাছে প্রথমে স্বীকার করে, সে শিশু আয়াতকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করে সাগর ও খালে ফেলে দিয়েছে। এরপরই আয়াতের পরিবার শোকে স্তব্ধ হয়ে যায়।  

    রবিবার পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানার নেতৃত্বে অভিযান চলে। এ সময় দুই দিনের রিমান্ডে থাকা আসামি আবির মিয়াকে নিয়ে ঘটনাস্থলে ঘুরে দেখেন পিবিআই কর্মকর্তারা। 

    অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘আবিরকে নিয়ে সাগরতীরে গিয়েছিলাম মূলত শিশু আয়াতের মরদেহের খণ্ডাংশের সন্ধানে। কিন্তু কিছু পাইনি। তবে একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া গেছে। মাছ শিকার করা এক জেলে জানিয়েছেন, আবিরকে ব্যাগ হাতে নিয়ে সাগরে যেতে দেখেছেন তিনি। তবে ব্যাগে কী ছিল সেটা তিনি জানেন না। এ ছাড়া আবিরের বাসায় তল্লাশী চালানো হয়েছে। সেখান থেকে আবিরের হাতে লেখা ডায়েরি, একটি রক্তমাখা ইটের টুকরো এবং কার্টার জব্দ করা হয়েছে।’ 

    তিনি বলেন, ‘খুনের বিস্তারিত তথ্য এবং উদ্দেশ্য জানতে রিমান্ডে থাকা আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।’ 

    আবিরকে গ্রেপ্তারের পর ‘খুনির ফাঁসির দাবিতে’ চট্টগ্রাম ধীরে ধীরে ফুঁসে উঠছে। শনিবার বিকেলে বন্দরটিলা এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী। একই দাবিতে রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শিশু কিশোর মেলা এবং খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি মানববন্ধন করেছে। 

    শিশু কিশোর মেলার সংগঠন সুষ্মিতা দাশের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন অনেকেই। 

    বক্তরা এ সময় দেশে অব্যাহতভাবে নারী ও শিশুরা ধর্ষণ-হত্যার শিকার হচ্ছে বলে তুলে ধরেন। এসব নিপীড়ন বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

    গত ১৫ নভেম্বর বিকেলে নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। ১০ দিন পর পিবিআই আয়াতদের ভবনের ভাড়াটিয়ার ছেলে আবির মিয়াকে গ্রেপ্তার করে। তখন জানা যায় আয়াতকে হত্যার তথ্য। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ