ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • 'দিন : দ্য ডে'র বাজেট ৪ কোটি ! 

    'দিন : দ্য ডে'র বাজেট ৪ কোটি ! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এখানে চুক্তিপত্রের প্রথম ও শেষ পাতা দুটি দেওয়া হলো। এ দুটি পাতাতেই চুক্তির মূল বিষয়সমূহ উল্লেখ আছে।
    'বাংলাদেশের অগণিত সংস্কৃতিমনা প্রিয় মানুষ ও মিডিয়া ব্যক্তিত্বদের ভালোবাসা মিশ্রিত ক্ষুদে বার্তা ও সহযোগিতায় আমি অভিভূত। আমি বিশ্বাস করি সাংস্কৃতির নৈতিক ও মানবিক মূল্যবোধ কোন প্রকারের জাতীয়তা ও কাঁটাতারের সীমানায় আবদ্ধ থাকে না।'

    এভাবেই একটি ছয় পাতার নোট লেখা শুরু করেন 'দিন : দ্য ডে'-এর পরিচালক, প্রখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা মোর্তেজা আতশজমজম। সেই সঙ্গে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবির একটি তিন পাতার চুক্তিনামায় প্রকাশ করেন তিনি। 

    ওই চুক্তিনামায় দেখা যায়, সর্বমোট ৫ লাখ ডলার (আজকে এক ডলারের বিপরীতে বাংলাদেশি ৯৫ টাকা হলেও তখন আরো কম ছিল) নির্ধারণ করা হয়েছিল ছবিটির নির্মাণ ব্যয়। এটি কমবেশি চার কোটি টাকা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যা দ্বিতীয় পক্ষ (অনন্ত জলিল, প্রযোজক ও মূল স্বত্বাধিকারী) প্রথম পক্ষকে (পরিচালক ও প্রস্তুতকারক) মোট ছয়টি কিস্তিতে ধারাবাহিকভাবে প্রদান করবেন।

    প্রকাশিত তিন পাতার চুক্তিপত্রটির নিচে উভয় পক্ষের স্বাক্ষর রয়েছে।

    তবে 'দিন : দ্য ডে'র নির্মাণ ব্যয় ১০০ কোটি টাকা বলে প্রথমে জানানো হয়েছিল ছবিটির অভিনেতা, প্রযোজক ও মূল স্বত্বাধিকারী অনন্ত জলিলের পক্ষ থেকে। তবে ছবিটির এই তথাকথিত বিগ বাজেটের ব্যাপারে প্রথম থেকেই সন্দিহান ছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্ট মহল।

    দেশ রূপান্তরের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে ছবিটির অভিনয়শিল্পী ও প্রযোজক অনন্ত জলিলের ঘনিষ্ঠজনরা জানান, 'তারা এ ব্যাপারে পরে মন্তব্য করবেন।' 

    উল্লেখ্য, এর মধ্যেই ছবিটির ইরানি পরিচালক মোর্তেজা আতশজমজমের পোস্টের বিভিন্ন স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর মূল পোস্টটিতে অনেকেই মন্তব্য করছেন। তাদের অনেকে এই বিষয়ে আগেই মোর্তেজাকে সতর্ক হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ